'নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে সহযোগিতা করবে আ. লীগ'

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, আমাদের কাছে নির্বাচন কমিশন ভরসাস্থল। অনেকে নির্বাচন কমিশনকে ভরসাস্থল হিসেবে মানতে চাই না।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এইচটি ইমাম বলেন, নির্বাচন কমিশনকে শুধু হেয় নয়। নির্বাচন কমিশনের সামনে এমন ভাবে কথা বলেন বক্তব্য দেন, যা নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে না।

তিনি বলেন, মিডিয়া আর আমাদের উদ্দেশ্য এক, ভালো বাংলাদেশ উন্নত বাংলাদেশ গড়া। এমন একটি বাংলাদেশ যা জাতিকে সুন্দর একটি নির্বাচন দেব।  

তিনি আরও বলেন, আমরা যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা শিথিল করতে বলেছি। সাংবাদিকদের চলাচলে যেন বিঘ্ন না ঘটে এবং মোটরসাইকেলের জন্য যাতে পাসের ব্যবস্থা করা হয় সেবিষয়ে আমরা অনুরোধ জানিয়েছি। এছাড়াও আমাদের ও সাধারণ মানুষের চলাচলের জন্য শিথিলতা চেয়েছি। কারণ আমাদের কমিশনে আসতে হবে ও অন্যান্য জায়গায় চলাচল করতে হবে। সেজন্য আমরা যানবাহন চলাচল কিছুটা শিথিলতা চেয়েছি।

NEWS24▐ কামরুল