ক্রসফায়ার-গুম বন্ধ হবে, চলবে যুদ্ধাপরাধীদের বিচার 

ক্ষমতায় গেলে একাত্তরে মানবতাবিরোধীদের বিচার কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতি দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এছাড়াও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম পুরোপুরি বন্ধ করা হবে বলেও  ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়।

সোমবার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহারের বিস্তারিত তুলে ধরেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

নাগরিকদের জীবনের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা দিতে বলা হয়েছে-

১। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম পুরোপুরি বন্ধ করা হবে।

২। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হবে।

৩। রিমান্ডের নামে পুলিশি হেফাজতে যে কোনো প্রকার শারীরিক নির্যাতন বন্ধ করা হবে। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না।

৪। মিথ্যা মামলার অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং মিথ্যা মামলার সহায়তাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫। কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে, যাতায়াতের ক্ষেত্রে সকল নারীর উপর বাচিক কিংবা শারীরিক যৌন হয়রানির ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে। যৌতুক পুরোপুরি বন্ধ করা হবে।

৬। মামলাজট কমানোর নানা পদক্ষেপের সঙ্গে উচ্চ আদালতের বাৎসরিক ছুটি ছয় সপ্তাহে সীমিত করা হবে।

৭। সংখ্যালঘু এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানবিক মর্যাদা অধিকার নিরাপত্তা এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে। তাদের ওপর যেকোনো রকম হামলার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে।

৮। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)