রাঙামাটিতে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাঙামাটি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছে চারজন প্রার্থী। তারা হলেন- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউপিডিএফ শান্তিদেব চাকমা ও সচিব চাকমার (স্বতন্ত্র), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থীত প্রার্থী শরৎ জ্যোতি চাকমা (স্বতন্ত্র) ও রাঙামাটি জেলা বিএনপির নেতা দীপেন দেওয়ান।

রোববার দুপুরে এসব প্রার্থী রাঙামাটি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।

রাঙামাটি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার একেএম মামুনুর রশিদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল মোট ১২ প্রার্থী। তাদের মধ্যে চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। যারা এখনো পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে আছেন তারা হলেন- দীপংকর তালুকদার (আওয়ামী লীগ), জাতীয় ঐক্যফ্রন্টের মণি স্বপন দেওয়ান (বিএনপি), অ্যাডভোকেট পারভেজ তালুকদার (জাতীয় পার্টি), মো. জসিম উদ্দিন (বাংলাদেশ ইসলামি আন্দোলন), জুঁই চাকমা (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও বর্তমান সংসদ সদস্য ঊষাতন তালুকদার (স্বতন্ত্র)। ১২ডিসেম্বর আনুষ্ঠানিক প্রতিক বরাদ্ধ দেওয়া হবে। এপর প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

রাঙামাটি জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচন সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা। এবার নির্বাচনে জেলার ৪ উপজেলার দুর্গম এলাকার ২১ কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যাবতীয় সরঞ্জাম আনা-নেওয়ার কাজে এসব কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। রাঙামাটির ১০টি উপজেলা মিলে এবার নির্বাচনে ভোট কার্যক্রম চলবে প্রায় ২০৩টি ভোট কেন্দ্রে। এ অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালী মিলে রয়েছে ৪লাখ ১৮ হাজার ২১৮জন ভোটার। এ নির্বাচনে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)