প্রার্থিতা ফিরে পেলেন বান্দরবানের বিএনপি প্রার্থী 

সাচিংপ্রু জেলীকে চুড়ান্ত প্রার্থী ঘোষণার এক দিনের মাথায় বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী মা ম্যা চিং নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন মা ম্যা চিংয়ের মনোনয়ন বৈধ ঘোষণা করে।  

এ নিয়ে বান্দরবানে মনোনয়ন বৈধ হল চারজনের। বান্দরবান জেলা বিএনপির সেক্রেটারি জাবেদ রেজা বলেন, ‘বিএনপি জেলার সভাপতি মা ম্যা চিংয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশন থেকে বৈধ ঘোষণার কাগজপত্র সংগ্রহ করছি। ’ 

গত ২ ডিসেম্বর বান্দরবানে ৯ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম এ তিনজনের মনোনয়ন বৈধ এবং মিথ্যা তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং, জেলা মহিলা দলের সে ক্রেটারি উম্মে কুলসুম সুলতানা লীনা, স্বতন্ত্র প্রার্থী ডনাইপ্র নেলী, নাথান বম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসসহ ছয়জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করে বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা।

NEWS24▐ কামরুল