ভোলায় তিনজনের মনোনয়নপত্র বাতিল 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনে ২৪ জন প্রার্থীর মধ্য থেকে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঋণ খেলাপির দায়ে ভোলা-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী গোলাম নবী আলমগীর, মোট ভোটারের শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষর জমা দিতে না পারায় ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির সেলিম ও হলফ নামায় প্রার্থীর স্বাক্ষর না থাকায় ভোলা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এ মান্নানের মনোনয়ন বাতিল করা হয়।

রবিবার দুপুরে মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

অপর দিকে ভোলা-১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ চারটি আসনে আওয়ামী লীগ, বিএনপি, বিজেপি, জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী আন্দলেনের মোট ২১ জন প্রাথীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/রায়হান/তৌহিদ)