চাঁপাইনবাবগঞ্জে ৪ জনের প্রার্থীতা বাতিল

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে ২৫জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক মনোনয়নপত্র বাছাই করেন।

জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক জানান, প্রয়োজনীয় ভোটার তালিকা জমা না দেওয়া ও স্বাক্ষর ত্রুটি প্রমানিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী নবাব মো. শামসুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী খুরশিদ আলম বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী তৈয়ব আলী ও স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) ইয়াহিয়া খালেদ এর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, জেলা নির্বাচন অফিসার মো. আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদসহ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারগণ ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/রফিকুল/তৌহিদ)