কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি

একাদশ জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। এ বৈঠকে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তার, তফসিল ঘোষণার পরও প্রার্থীদের গ্রেপ্তার, নির্বাচন কমিশনের ভূমিকাসহ নানা বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

এখন পর্যন্ত এ বৈঠকের দিন ও স্থান ঠিক করা হয়নি। তবে চলতি সপ্তাহের যে কোনো দিন গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কিংবা যে কোনো একটি হোটেলে এ বৈঠক হবে বলে বিএনপির কূটনীতিক উইংয়ের একজন নেতা জানিয়েছেন।

কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পূর্ব প্রস্তুতি হিসেবে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট

মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

NEWS24▐ কামরুল