বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর সাপাহার উপজলোর আদাতলা সীমান্ত এলাকা থেকে জাকিরুল ইসলাম উকিল (১৮) নামে এক এইচএসএসসি পরীক্ষার্থীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জাকিরুল ইসলাম উকিল উপজলোর উত্তর পাতাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে ও সাপাহার আল-হেলাল ইসলামী একাডেমীর এইচএসসির শিক্ষার্থী।  

বিএসএফের বরাত দিয়ে আদাতলা বিওপির কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, আজ শনিবার সকালে জাকিরুল ইসলাম উকিল ওষুধ কেনার কথা বলে ভারতীয় সীমান্তের ২৪৪নং পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যান্তরের একটি গ্রামে ঢুকে পড়ে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। কলেজ ছাত্র জাকিরুল ইসলাম উকিলকে ফেরতের জন্য বিএসএফের সাথে পতাকা বৈঠক আহবান করে চিঠি পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।

NEWS24▐ কামরুল