দেশে পরিবেশবান্ধব বিনিয়োগে জোর দেওয়া হচ্ছে: পর্যটন সচিব 

পর্যটন সচিব মোকাম্মেল হোসেন বলেছেন, দেশে পর্যটন ব্যবস্থার উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগের ওপর জোর দেওয়া হচ্ছে। এ জন্য প্রচুর পরিমাণ বিনিয়োগ প্রয়োজন। আজ বুধবার রাজধানীতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।  

সচিব জানান, পর্যটন ব্যবস্থার উন্নয়নে মহাপরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ চলছে। যার অংশ হিসেবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিবেশবান্ধব হোটেল নির্মাণসহ পর্যটকদের আকৃষ্ট করতে নানা ধরনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব বিনিয়োগের ওপর জোর দিতে এবারের প্রতিপাদ্য বিষয় ‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’।  

এছাড়া পর্যটন এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের সচেতন করতে কার্যক্রম পরিচালনা করছে পর্যটন করপোরেশন। এ সময় র্যালিতে অংশ নেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ারসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।  

news24bd.tv/আইএএম