‘নির্বাচনে না এলে বিএনপির পরিণতি হবে ’১৪ সালের মতো’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদের পরিণতি ২০১৪ সালের মতোই হবে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শেখ হাসিনার পদত্যাগের কোনো কারণ নেই।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।  

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, জনগণের শক্তিকে বিশ্বাস করলে বিএনপি নির্বাচনে আসবে।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ ও দেশের বাইরে বিএনপি ও বিরোধী শক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই শান্তি সমাবেশের আয়োজন করে। গুলিস্তানের  বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে সমাবেশ শুরুর আগেই মিছিল স্লোগানে জমায়েত হন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, জনগণের শক্তির বাইরে কোনো শক্তির মাধ্যমে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তাই নির্বাচনে এসে নিজেদের সমর্থন যাচাই করার আহ্বান জানান তারা।

বিএনপি নানান ইস্যুতে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতারা।

news24bd.tv/আইএএম