সুনামগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল, ২২ নেতাকর্মী আটক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 'ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা' ও রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। তবে পুলিশের বাধায় কিছুদূর গিয়েই সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

রোববার দুপুরে পৌর শহরের পুরাতন বাস স্টেশন থেকে মিছিলটি বের হয়। কিছুদূর গেলেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা।  

সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সহ-সভাপতি ওয়াকিুফর রহমান গিলমান, অ্যাডভোকেট শেরেনুর আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল,জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে যদি এইসব মিথ্যা মামলার রায় প্রত্যাহার না করা হয় তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।   এদিকে নাশকতার আশংকায় জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা যুবদলের সহ-সভাপতিসহ ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।