সেই গ্যাস লাইন আগুনে দগ্ধ সাগরও চলে গেল 

রাজধানীর উওরখানে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ সাগর (১২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল।  

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে।  

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে সাগরের মা পূর্নিমা (৩৫) মারা যান। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে পূর্ণিমার মা সুফিয়ারও (৫০) মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সাগর রাত সাড়ে ১২টায় বার্ন ইউনিটের আইসিইউতে মারা যায়।

উল্লেখ্য, ১৩ অক্টোবর  শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়া এলাকায় মেহেদি মাস্টারের তিনতলা ভবনের নিচতলায় রান্নার চুলার গ্যাস লাইনের লিকেজ বিস্ফোরণে আগুন ধরে যায়। ওই বিস্ফোরণে দগ্ধ হয় নারী ও শিশুসহ আট জন।

 

NEWS24▐ কামরুল