চুলের যত্নে ৩ ঘরোয়া প্যাক 

শ্যাম্পু করা চুলের যত্নের একমাত্র উপায় নয়। চুল ভালো রাখতে নিজেই বানিয়ে নিতে পারেন কয়েকটি ঘরোয়া প্যাক। দেখে নিন নিম্নে-

১। কলা এবং নারকেল তেল

চুলের জন্য এই দু’টিই অত্যন্ত উপকারী। কলা চুলের রুক্ষতা দূর করে। নারকেল তেল চুলে পুষ্টি জোগায়। পাকা কলা ভাল করে চটকে নারকেল তেলে মিশিয়ে চুলে মেখে নিন। ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। উসকোখুসকো চুলের অন্যতম দাওয়াই এই প্যাক। সপ্তাহে দু’দিন ব্যবহার করলে চুল ঝরার পরিমাণও কমে।

২। অ্যালোভেরা

অ্যালোভেরা যে শুধু ত্বকের খেয়াল রাখে, তা কিন্তু নয়। একইসঙ্গে চুলও ভাল রাখে। চুল ঝরার পরিমাণও কমে। অ্যালোভেরা জেল চুলের গোড়ায় ভাল করে মালিশ করে ৩০ মিনিট রেখে দিন। অ্যালোভেরা জেল সপ্তাহে এক দিন ব্যবহার করলেই চলবে। এই প্যাক চুল উজ্জ্বল, মসৃণ এবং শক্তিশালী করে তোলে।

৩। মধু এবং দই

ত্বকের পাশাপাশি চুলেও ব্যবহার করতে পারেন এই দুই উপকরণ। বিশেষ করে চুল ঝরা থামাতে মধুর সঙ্গে দই মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। দু’চামচ মধুর সঙ্গে আধ কাপ দই মিশিয়ে চুলে লাগাতে পারেন। ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন। চুল ঝরা কমবে।

news24bd.tv/TR