দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সিন্ডিকেটে সরকার সম্পৃক্ত: মান্না

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সিন্ডিকেটে সরকার সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন মাহমুদুর রহমান মান্না। আজ শনিবার দুপুরে পল্টন মোড়ে এক সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি এই অভিযোগ করেন। বলেন, তাদের সিন্ডিকেটের শাখা হচ্ছে দ্রব্যমূল্য বাড়িয়ে অথবা সুবিধা মতো জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারি করা। সেই সঙ্গে কতগুলো বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন মিলে সমগ্র জনগোষ্ঠীকে অত্যাচার-নির্যাতন চালিয়ে যাওয়া। মান্না বলেন, এর বিরুদ্ধে লড়াইটাই চূড়ান্ত।

সকাল সাড়ে ১১টায় পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, অন্তবর্তীকালীন সরকার গঠন, নিত্যপণ্যে ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে এই সমাবেশ হয়। সমাবেশের পর তারা বিজয় নগর সড়ক পর্যন্ত মিছিল করে।

news24bd.tv/তৌহিদ