আখতারুজ্জামান ইলিয়াসের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সমাজ বাস্তবতার অনন্য সাধারণ এই রূপকার ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গেটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া জেলায়।

কর্মজীবন শুরু করেন জগন্নাথ কলেজের প্রভাষক পদে। তিনি মিউজিক কলেজের উপাধ্যক্ষ, প্রাথমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক, ঢাকা কলেজের বাংলার অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মফিজউদ্দিন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন।

আখতারুজ্জামান ইলিয়াস ষাটের দশকে লেখালেখি শুরু করে আমৃত্যু লিখেছেন। তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’ এই দুটি উপন্যাস লিখেই তিনি সমকালীন কথাসাহিত্যিকদের মধ্যে নিজেকে অনন্য করে তোলেন। মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা উঠে এসেছে তাঁর বেশ কয়েকটি লেখায়। তাঁর লেখা ‘অন্যঘরে অন্যস্বর’, ‘খোয়ারি’, ‘দুধভাতে উৎপাত’, ‘দোজখের ওম’ও অনন্যতায় ভাস্বর।

news24bd.tv/ইস্রাফিল