লাইনচ্যুত বগি উদ্ধার, ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ স্বাভাবিক 

টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার এলেঙ্গা-ময়মনসিংহ সড়কের রাজাবাড়ী ক্রসিংয়ে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বগিটি উদ্ধার করা বলে স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই বগিটি লাইনচ্যুত হয়।  

রেল লাইনটিতে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন রেল ও সড়কের অসংখ্য যাত্রী। এতে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দ্রুতযান এক্স‌প্রেস টাঙ্গাইল স্টেশ‌নে, পঞ্চগড় এক্স‌প্রেস ম‌হেড়া স্টেশনে, বেনা‌পোল এক্স‌প্রেস ঢাকায় এবং লালম‌নি এক্স‌প্রেস টঙ্গী স্টেশ‌নসহ রাতের ট্রেনগু‌লো আটকা পড়ে।  

ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার সোহেল খান জানান, ‘মালবাহী এনজিবিসি ব্লক রেলটি বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকা দিকে যাচ্ছিল। পথে রাজাবাড়ী ক্রসিংয়ে লাইনচ্যুত হয়। বিষয়টি প্রকৌশল বিভাগকে জানানো হয়। ’ তারা এসে মেরামত করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।  

রেলের প্রকৌশল বিভাগে কর্মরত নুরুজ্জামান মিয়া গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

news24bd.tv/ইস্রাফিল