<h2 class="storytitleInfo-m__sub-headline__25-Zv" style="box-sizing: border-box; margin: 0px; font-family: Shurjo, SolaimanLipi, 'Siyam Rupali', Roboto, Arial, Helvetica, monospace; font-size: var(--fs-20); line-height: 1.36; font-weight: var(--bold); color: var(--light-grey); padding: 0px 0px var(--space0_8) 0px;">সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ</h2>

মিরাজুলের হ্যাটট্রিকে সেমিফাইনালে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েরা লড়ছে নেপালের কাঠমান্ডুতে। প্রতিপক্ষ মালদ্বীপ। এদিকে, সাফের আরেক লড়াইয়ে সেই মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশের যুবারা।  সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ জিতেছে ৫-০ গোলে।

স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ। এবার যেন কিশোররা আরও অপ্রতিরোধ্য। পল স্মলির দল টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট। বাংলাদেশ খেলেছে 'এ' গ্রুপে। সেমিফাইনালে বাংলাদেশ লড়বে 'বি' গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে।

আজও শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশ। তার ফলও আসে হাতেনাতে। পঞ্চম মিনিটেই ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৭ মিনিটে মুর্শেদ আলীর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় যুবারা।

মিরাজুল ইসলামের গোল উদযাপন ‍ ৥ বাফুফে

দ্বিতীয়ার্ধে প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল আধঘণ্টা পর্যন্ত। এরপর চলল মিরাজুল ইসলাম জাদু। হ্যাটট্রিক করেন তিনি। ৭৫ ও ৭৮ মিনিটে দুই গোলের পর ইনজুরি সময়ে মিরাজুল সারেন নিজের হ্যাটট্রিক।

মালদ্বীপের বিপক্ষে সাফে আগেও হ্যাটট্রিকের নজির আছে মিরাজুলের। গত ২৯ জুলাই প্রথমবার ভারতের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলে জয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

news24bd.tv/সাব্বির