১০ জেলার এসপিকে বদলি

বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার পদমর্যাদার ১০ পুলিশ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এই মিলে একই দিনে পুলিশ সুপার পদমর্যাদার ৫০ জনকে বিভিন্ন জেলায় বদলি করা হলো। আজ বুধবার (৩ আগষ্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলির বিষয়টি জানানো হয়।  

তাতে বলা হয়, মাগুড়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলামকে ঢাকার পুলিশ  অধিদফতরের সহকারি পুলিশ মহাপরিদর্শক, শেরপুর জেলার পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে, বরগুনার পুলিশ সুপারকে মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে, সাতক্ষিরা জেলার পুলিশ সুপারকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সিলেট মহানগর পুলিশে, ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে ঢাকা সিআইডির প্রধান কার্যালয়ে, বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আখতারকে ঢাকার এসবি প্রধান কার্যালয়ে, পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীকে ঢাকা এসবির প্রধান কার্যালয়ে, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজকে ঢাকা পুলিশ অধিদফতরের সহকারি পুলিশ মহাপরিদর্শক, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ঢাকা সিআইডির প্রধান কার্যালয়ে ও  মুন্সিগঞ্জে জেলার পুলিশ সুপার আব্দুল মোমেনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।  

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

news24bd.tv/আলী