ভারতে কারাভোগ শেষে দেশে ফিরছে ১৪ যুবক

ভারতে দেড় বছর কারাভোগ শেষে মঙ্গলবার বিকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরছে ১৪ কিশোর-যুবক। বিকাল ৫ টার দিকে ভারতীয় বিএসএফ বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের তুলে দেন।

বেনাপোল ইমিগ্রেনের ওসি তরিকুল ইসলাম জানান, ফেরত আসা কিশোররা গত দেড়বছর আগে দালালের মাধ্যমে রাজশাহী সীমান্ত পথে ভারতে যায়। ভারতের সেখানে বেঙ্গালুর শহরে পৌছানোর পর তারা সেখানে পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনায় চিঠি চালাচালির একপর্যায়ে এদেরকে ট্রাভেল পামিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনি- বিএসএফ এসব কিশোরদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির হাতে তুলে দেন।

ফেরত আসা কিশোরদের সকলের বাড়ি রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায়। বয়স ১৮ বছরের মধ্যে। ইমিগ্রেশনের আনুষ্ঠিানিকতা শেষ করে এদেরকে থানায় সোপর্দ করা হয়। থানায় যাচাই বাছাইয়ের পর তারা বাড়ি চলে যাবে বলে পুলিশ জানান।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)